Friday, June 5, 2015


ইসলামাবাদ: পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ব্যাটিং লিজেন্ড জাভেদ মিয়াঁদাদ আসন্ন শ্রীলংকা সফরে দেশ সেরা স্পিনার সাঈদ আজমলকে দলে না রাখায় হতাশা প্রকাশ করেছেন। এভাবে দলের বাইরে রেখে নির্বাচকরা সেরা এ স্পিনারের আত্মবিশ্বাস চূর্ণ-বিচূর্ণ করে ফেলবে বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে মিয়াঁদাদ আজমলের বিষয়টি পুনর্বিবচনা করার আবেদন জানিয়ে বলেন, নিজের ছন্দে ফেরার জন্য ৩৭ বছর বয়সী এ খেলোয়াড়ের আদর্শ ফর্মেট হচ্ছে টেস্ট ক্রিকেট।

মিয়াঁদাদ বলেন, “আসন্ন সফরে নির্বাচকরা আজমলকে কেন একটা সুযোগ দিল না আমি বুঝতে পারছি না। বেশ কিছু দিন যাবত সে আইসিসি র্যাংকিংয়ে শীর্ষ বোলার। এভাবে দলের বাইরে রেখে নির্বাচকরা তার আত্মবিশ্বাসটা শেষ করে দেবে।”

এ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৩৫ টেস্ট ও ১১৩ ওয়ানডে খেলে যথাক্রমে ১৭৮ ও ১৮৪ উইকেট শিকার করা আজমল আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর কেবলমাত্র দুটি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ খেলেছেন। এ দু”টি ম্যাচেই ভারো করতে না পারায় ১৭ জুন শ্রীলংকায় শুরু হওয়া টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়ায় মুখ্য ভুমিকা রেখেছে।

ঘরোয়া ক্রিকেটেও তার ফেরাটা খুব ভালো হয়নি। তবে ইংলিশ কাউন্টি ক্রিকেটে উরস্টারশায়ার অধিনায়ক ড্যারিল মিচেল এ পাকিস্তানিকে ‘অমূল্য সম্পদ’ হিসেবে অভিহিত করেছেন।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মিচেল বলেন, “তিনি জানেন কিভাবে, কোথায় বল করতে হয় এবং একজন ব্যাটসম্যানকে কিভাবে আউট করা যায়।”

“আমি নিশ্চিত আবারো সব ফর্মেটেই তিনি অমূল্য সম্পদে পরিণত হবেন।”

“আমি আবারো তাকে দলে পাওয়ার অপেক্ষায় আছি। আমাদের ড্রেসিং রুমে তার মতো একজন খেলোয়াড় থাকাটা অনেক বড় কিছু।”

পুনরায় টি-২০ ব্লাস্টের প্রথম দিকে সাত এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচে আজমলকে পাচ্ছে উরস্টারশায়ার।

পক্ষান্তরে ১৭ জুন গলেতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান।

দ্বিতীয় টেস্ট কলম্বোতে ২৫-২৯ জুন এবং ৩-৭ জুলাই পাল্লেকেলেতে শুরু হবে তৃতীয় টেস্ট।

একই সফরে পাকিস্তান পাঁচটি ওয়ানডে এবং দু”টি টি-২০ ম্যাচও খেলবে। সিমিত ওভারের দল পরবর্তীতে ঘোষণা করবে পাকিস্তান।

0 comments:

Post a Comment

সকল নিউজ

Share this page on Facebook

ভাষা পরিবর্তন করুন

Contact US

Powered by Blogger.

Like & Share us on Facebook

তদন্তে প্রকৃত আসামিদের বাদ দেয় পুলিশ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে কি আপনি একমত?

Total Pageviews

Popular Posts